আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় দাবানল নিয়ন্ত্রণে মাঠে নামছে সেনাবাহিনী

ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া। প্রতিদিন নতুন নতুন এলাকায় আগুন ছড়িয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে দাবানল নিয়ন্ত্রণে আনতে জরুরি ভিত্তিতে সেনাবাহিনী মাঠে নামাচ্ছে ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকার।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভিক্টোরিয়া রাজ্য সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী ও যান পাঠাতে রাজি হয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও প্রতিরক্ষামন্ত্রী লিন্ডা রেনল্ডস। তীব্র গতিতে ছড়িয়ে পড়া আগুন থেকে বাঁচতে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোয় আশ্রয় নিচ্ছে অসংখ্য মানুষ। আজ মঙ্গলবার এক দিনেই ভিক্টোরিয়ার প্রায় চার হাজার মানুষ উপকূলে আশ্রয় নিয়েছে। নিউ সাউথ ওয়েলসে আগুনে মারা গেছে আরও দুজন। এ নিয়ে দাবানলের কারণে মৃত্যুর সংখ্যা ১২-তে গিয়ে ঠেকেছে। এ ছাড়া দুই রাজ্য মিলিয়ে পাঁচজন নিখোঁজ আছে বলেও জানিয়েছে প্রশাসন।

মতামত দিন