আন্তর্জাতিক

এ জীবন শুধুই ভালোবাসার

ভালোবাসার উচ্ছ্বাস আর আনন্দে ভরে উঠেছিল জ্যাকসন হাইটসের জুইশ সেন্টার। লাল, মেরুন আর হলুদ পোশাকে সেজে আসা মানুষ মেতে উঠেছিলেন ভালোবাসার আড্ডায়, ভালোবাসার গানে আর সংলাপে। বলেছেন ভালোবাসার বলা না–বলা কথা। কেউ ২০ বছর আগে পালিয়ে বিয়ে করার কথা বলতে গিয়ে স্মৃতিকাতর হয়েছেন। কেউ ভালোবাসার আবেগে কোনো কথা না–বলেই মঞ্চে কেঁদে ফেলেছেন হাউমাউ করে। এভাবে ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যার জুইশ সেন্টার ভালোবাসাময় হয়ে উঠেছিল।

‘এ জীবন আজ শুধুই ভালোবাসার’—স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে ভালোবাসার কথা শুনিয়ে প্রথম আলো উত্তর আমেরিকা ও এসেনসিয়াল ট্রাভেল অ্যান্ড ট্যুরস পুরস্কার পেয়েছেন অনেকে। নৃত্য, সাজ আর সংগীত হিমাঙ্কের নিচে থাকা তাপমাত্রায় ভালোবাসার উত্তাপ ছড়িয়েছে এই অনুষ্ঠানে। কান্তা কবীরের ভালোবাসার নৃত্য ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। অনুষ্ঠানজুড়ে একের পর এক আয়োজনে ভালোবাসায় ডুবে ছিল দর্শক।

মতামত দিন