পরশুরামে ৪ ডাকাতকে আটক করে পুলিশে দিল এলাকাবাসী

আবু ইউসুফ মিন্টু ২৫ জুলাই।
ফেনীর পরশুরামের দক্ষিন টেটেশ্বর গ্রামে সোমবার গভীর রাতে ডাকাতি করে পালিয়ে যাবার সময় স্থানীয় লোকজন ঘেরাও দিয়ে গ্রাম পুলিশ সদস্য সহ ৪ ডাকাতকে আটক করে পুলিশের হাতে সপোর্ধ করেছে। মঙ্গলবার সকালে গৃহকর্তা রবি বাদী হয়ে পরশুরাম থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।
আটককৃতরা হলেন স্থানীয় গ্রাম পুলিশ সদস্য আবদুর রউপ (৪৫), সাইফুল ইসলাম (২৬), মো ইছমাইল (২৮),মনির হোসেন (২৪)।
স্থানীয় ইউপি সদস্য মো হুমায়ন জানান উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিন টেটেশ্বর গ্রামের স্থানীয় ব্যাবসায়ী ও বাজার কমিটির সাধারন সম্পাদক মহিউদ্দিন রবি র বাড়ীতে সোমবার রাত ২টার দিকে সশ্রস্ত্র ১০/১২ জনের একটি ডাকাত দল ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে ডাকাতি করে।
মহিউদ্দিন রবি জানান ডাকাতরা ঘরের আলমারী ভেঙ্গে নগদ ৩ লাখ ৭৮ হাজার টাকা,আড়াই ভড়ি স্বর্নলংকার, একটি ল্যাপটপ, মোবাইল সেট সহ মুল্যবান সামগ্রী নিয়ে যায়। অস্ত্রদিয়ে আঘাত করে আহত করে।
পরিবারের সদস্যদের চিৎকার শুনে গ্রামবাসী এগিয়ে আসলে ডাকাত দলের বাকী সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও ৪ জনকে আটক করে গনধোলাই দেয় ।
Share and Enjoy
Related News

পরশুরামে ইয়াছিন শরীফ পুনরায় বিআরডিবির চেয়ারম্যান নির্বাচিত
পরশুরাম প্রতিনিধি,২০ ফেব্রুয়ারি: পরশুরাম কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি) নির্বাচনে পরশুরাম উপজেলা যুবলীগের সভাপতি ও ক্রিড়াRead More
Share and Enjoy

ফেনীর পরশুরামে প্রথম বাণিজ্যিক ভাবে রাবার উৎপাদন
১৯ ফেব্রুয়ারি ২০১৯ নিজ উদ্যোগে ২০১০ সালে ২৫ একর জমিতে রাবার বাগান গড়ে তোলেন ফেনীরRead More