ফেনী নিউজ

পরশুরাম দিনব্যাপী নূরানী মুয়াল্লিম  শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা

তোমাদের মধ্যে সর্বোত্তম ঐ ব্যাক্তি যে কোরআন মাজীদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। আল হাদিস আলোকে মুসলিম উম্মাহদের সঠিকভাবে কোরআন শিক্ষা দেওয়ার জন্য গতকাল ৩০ সেপ্টেম্বর সকাল  ১০ ঘটিকার সময় সমিতি রোডে পাশে অবস্থিত  ফয়জুল উলুম মাদরাসায় পরশুরাম উপজেলা ২০০ জন মুয়াল্লিম শিক্ষক কে দিনব্যাপী নূরানী  প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার নুরানী বোর্ডে সিনিয়র প্রশিক্ষক কারী মাওলানা আবুবকর ছিদ্দিক। 

ফয়জুল উলুম মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা নোমান আল বারীর পরিচালনায় এবং প্রতিষ্ঠাতা পরিচালক প্রবীণ আলেমেদীন মাওলানা আব্দুল বারীর সভাপতিত্বে নূরানী মুয়াল্লিম শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নুরানি বোর্ডের সভাপতি মাওলানা তালিম হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা আবু তাহের ভূঁইয়া । 

এছাড়া আরও উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলার আলেম ওলামার নেতৃবৃন্দ।

মতামত দিন