বিনোদন

টেলর সুইফটের পুরস্কারপ্রীতি

পুরস্কার পেতে কে না ভালোবাসেন! শিল্পী ও পারফরমারদের সেই আকাঙ্ক্ষা আরও প্রবল। তবে মার্কিন পপ তারকা টেলর সুইফটের ক্ষেত্রে পুরস্কারপ্রীতিটা যেন বাড়াবাড়ি রকমের। পুরস্কার পাচ্ছেন না আঁচ করতে পেরে এ বছর গ্র্যামির আয়োজনেই যাননি এই তারকা।

বিশ্বসংগীতের সবচেয়ে বড় সম্মাননা গ্র্যামি অ্যাওয়ার্ডের আসরে এ বছর কেন দেখা যায়নি টেলর সুইফটকে! সবার ভেতরে এ রকম এক জিজ্ঞাসার জন্ম নিয়েছে। অনুষ্ঠান শেষে সম্প্রতি জানা গেছে সেই কারণ। এ বছর গ্র্যামি পাচ্ছেন না তিনি, সেটা আগাম টের পেয়েছিলেন তিনি। এ নিয়ে কিঞ্চিৎ নিন্দার শিকার হয়েছেন এই তারকা। সংগীতাঙ্গনের বেশ কয়েকজন নিশ্চিত করেছেন সুইফটের এই কাণ্ডের কথা। গ্র্যামির অনুষ্ঠানে গান করার প্রস্তাব দেওয়া হয়েছিল সুইফটকে। তাঁর সঙ্গীরা আয়োজকদের কাছে জানতে চেয়েছিলেন, টেলর সুইফট কি এ বছর পুরস্কার পাচ্ছেন? গ্র্যামির আয়োজক কর্তৃপক্ষ অনুষ্ঠানের আগে সেই খবর ফাঁস করতে চায়নি, এমনকি কোনো ইঙ্গিত দিতেও রাজি হয়নি। এতে যা বোঝার বুঝে নিয়েছিলেন সুইফটের সঙ্গীরা। গ্র্যামির অনুষ্ঠানে পরিবেশন করতে রাজি হননি তাঁরা। নাম প্রকাশ না করার শর্তে সংগীতাঙ্গনের একজন বলেছেন, ‘আপনারা তো জানেনই যে তাঁর পুরস্কারপ্রীতি আছে। তিনি সবখানে পুরস্কৃত হতে চান।’ এ প্রসঙ্গে সুইফটের এক মুখপাত্র বলেছেন, ‘এটা একেবারেই বানোয়াট ও ভুয়া কথা। তিনি এমনিতেই যাননি।’

এ বছর গ্র্যামি অ্যাওয়ার্ডে বেস্ট পপ ভোকাল অ্যালবাম ও বেস্ট পপ সলো পারফরম্যান্স শাখায় মনোনয়ন পেয়েছিলেন টেলর সুইফট। প্রথম পুরস্কারটি পেয়েছেন বিলি আইলিশ এবং পরেরটি পেয়েছেন লিজ্জো। পেজ সিক্স

মতামত দিন