বিনোদন

শ্রদ্ধা কারিনা কুনালে উজ্জ্বল মঞ্চ

গতকাল রোববার ল্যাকমের প্রাঙ্গণজুড়ে ছিল বিদায়ী সুর। কারণ, ল্যাকমের এই পাঁচ দিনব্যাপী ফ্যাশন মহোৎসবের শেষ দিন। তাই কাল এত রঙের মধ্যেও মন খারাপের আড্ডা।

‘ল্যাকমে ফ্যাশন উইক সামার/রিসোর্ট ২০২০’-এর শেষ দিনে হাজির হয়েছিলেন সাহেব ভাটিয়া, কুনাল খেমু, কুনাল অনিল তান্না, তিমির সালভা-সমীরা লাভেকার। সাহেব ভাটিয়ার শোর শোস্টপার ছিলেন ‘নিরজা’খ্যাত জিম সরাভ। বলিউড নায়ক কুনাল খেমু কালো শার্ট, কালো প্যান্ট আর নীল-কালো ক্রিসক্রস জ্যাকেটে মাইকেল জ্যাকসনের স্টেপ করে ফ্যাশন মঞ্চে ঝড় তোলেন। কুনাল খেমু পরেছিলেন কুনাল অনিল তান্নার ডিজাইন করা পোশাক। তিমির সালভা-সমিরা লাভেকরের ডিজাইন করা শেরওয়ানি পরে মঞ্চে হাঁটেন বলিউড অভিনেতা অমিত সাধ। দুপুরে কনের বেশে মঞ্চ আলো করে আসেন বলিউড অভিনেত্রী ইলিয়েনা ডিক্রুজ। তিনি পরেছিলেন ম্রুনালিনী রাওয়ের ডিজাইন করা বেগুনি রঙের ব্রাইডাল লেহেঙ্গা।

মতামত দিন