বিনোদন

সংখ্যায় ৯২তম একাডেমি অ্যাওয়ার্ড

৯ ফেব্রুয়ারি (বাংলাদেশ সময় ১০ ফেব্রুয়ারি ভোররাত) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে হলিউডি চলচ্চিত্রের সবচেয়ে জমকালো আসর। সেই রাতে বিশ্ব চলচ্চিত্রের ‘এ’ ক্লাস তারকাদের হাতে উঠবে আকাঙ্ক্ষিত সেই পুরস্কার। অথবা যাঁদের হাতে পুরস্কার শোভা পাবে, তাঁরা রাতারাতি বনে যাবেন ‘এ’ ক্লাস তারকা। এই বেলা জেনে নেওয়া যাক, সংখ্যায় এবারের অস্কার আয়োজন।
মনোনয়ন পাওয়া সেরা ছবিগুলো হল: ফর্ড ভি ফেরারি, দ্য আইরিশম্যান, জো জো র‍্যাবিট, জোকার, লিটিল উইমেন, ম্যারেজ স্টোরি, ১৯১৭, ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড ও বহু আলোচিত প্যারাসাইট. সেরা অভিনেতা বিভাগে মনোনীত শিল্পীরা হলেন অ্যান্টোনিও ব্যান্ডেরাস, লিওনার্দো ডিক্যাপ্রিও, অ্যাডাম ড্রাইভার ও জনাথন প্রাইস। সেরা অভিনেত্রীদের মধ্যে স্কারলেট জোহানসনের পাশাপাশি উপহারের ব্যাগ পাবেন সিনথিয়া এরিভো, সার্শে রোনান, শার্লিজ থেরন ও রেনে জেলওয়েগার। মনোনয়ন জেতা সেরা সহ-অভিনেতারা

মতামত দিন