October, 2016

 

৬৬ বছর পর নতুন বিশ্বরেকর্ড গড়লেন বাংলাদেশের মিরাজ

৬৬ বছরের ইতিহাসে বিশ্বরেকর্ড গড়লেন বাংলাদেশের মিরাজ  অনন্য নজির গড়লেন বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ। ৬৬ বছরের ইতিহাসে এই প্রথম বিশ্বরেকর্ড গড়লেন বাংলাদেশের মিরাজ। ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় অফস্পিনার হিসেবে অভিষেকে টানা দুই টেস্টে পাঁচ বা তারচেয়ে বেশি উইকেট নিলেন মেহেদি হাসান মিরাজ।এর আগে এমন ঘটনা আছে একমাত্র সনি রামাদিনের। ওয়েস্ট ইন্ডিজের এ অফস্পিনার ১৯৫০ সালে অভিষেকে টানা দুই টেস্টে পাঁচের অধিক উইকেট নেন। কিন্তু ৬৬ বছর পর বাংলাদেশের মিরাজ তাকে স্পর্শ করলেন। এছাড়া বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে অভিষেকের পর টানা দুই ম্যাচে ৫ বা তার বেশি উইকেট নেওয়ার রেকর্ডRead More

Share and Enjoy

 • Facebook
 • Twitter
 • Delicious
 • LinkedIn
 • StumbleUpon
 • Add to favorites
 • Email
 • RSS

ফেনী মর্ডান সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষের গাফেলতির কারনে সন্তানসহ প্রসূতির মৃত্যুর অভিযোগ

আব্দুল্লাহ আল মামুনঃ ফেনী মর্ডান সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষের গাফেলতির কারনে ফেনী সরকারী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ছাত্রী জান্নাতুল ফেরদাউস সোনিয়ার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। সোনিয়ার স্বামী আবদুল মতিন জানান,গত ২৬ অক্টোবর তার স্ত্রী সোনিয়ার সন্তান ডেলীভারী হওয়ার কথা ।তাই তাকে ওই দিন রাত ৮ টার দিকে ফেনী মর্ডান সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করানো হয় ।কিন্তু ডাক্তার না থাকায় তারা অন্য হাসপাতালে নিয়ে যেতে চাইলে কর্তৃপক্ষ ডাক্তার আসবে বলে আশ্বস্ত করে।পরবর্তীতে রাত আনুমানিক ১১ টার দিকে অভিজ্ঞ ডাক্তার আসছে বলে কতৃর্পক্ষ তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। সেখানে তিন ঘন্টা অতিবাহিত হওয়ার পর হাসপাতালRead More

Share and Enjoy

 • Facebook
 • Twitter
 • Delicious
 • LinkedIn
 • StumbleUpon
 • Add to favorites
 • Email
 • RSS

১২ অক্টোবর পবিত্র আশুরা

আজ  পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা গেছে। ইসলামিক ফাউন্ডেশনের  বিজ্ঞপ্তিতে রোববার  জানিয়ে বলা হয়েছে আগামী ১২ অক্টোবর সারাদেশে পবিত্র আশুরা পালিত হবে। রোববার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয়য়ের যুগ্ম সচিব মো. হাফিজ উদ্দিন। সভায় প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরী, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নুরুল ইসলাম,  মন্ত্রি পরিষদ বিভাগের যুগ্ম-সচিব মো. সাইদুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের সচিব ড. মো. আলফাজ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Share and Enjoy

 • Facebook
 • Twitter
 • Delicious
 • LinkedIn
 • StumbleUpon
 • Add to favorites
 • Email
 • RSS

ফেনীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ফেনীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস

এজেড ভূঁইয়া রাজু, ফেনীঃ ফেনী নানা আয়োজনে আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত হয়েছে। ১ অক্টোবর জাতিসংঘ ঘোষিত এদিবসে এবারের প্রতিপাদ্য বিষয় ‘‘বয়স বৈষম্য নিরসন করুন’’ দেশের অন্যান্য জেলার ন্যায় ফেনীতে পালিত হয়েছে “আন্তর্জাতিক প্রবীণ দিবস। সকালে ফেনী জেলা প্রশাসন-সমাজসেবা অধিদপ্তর এর সহযোগীতায় জাতীয় বেসরকারী উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) ও প্রবীণ হিতৈষী সংঘ এর যৌথ উদ্যোগে সোনালী ব্যাংক চত্বর সম্মুখ থেকে একটি বণাঢ্য র‌্যালী বের করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক(সাধারন)জনাব দেবময় দেওয়ান এর নেতৃত্বে র‌্যালিটি সুইট বাংলাদেশ সামনে এসে সমাপ্তি ঘোষনা করে র‌্যালিত্তোর এক আলোচনা সভা সুইট বাংলাদেশ ,ফেনীর সম্মেলন কক্ষেRead More

Share and Enjoy

 • Facebook
 • Twitter
 • Delicious
 • LinkedIn
 • StumbleUpon
 • Add to favorites
 • Email
 • RSS

Facebook Auto Publish Powered By : XYZScripts.com