পরশুরামে গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণ সভা
পরশুরামে গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণ সভা
পরশুরাম উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই এর গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমানের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর পরশুরাম ও ফুলগাজীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন শাহরিয়ার, পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম,শহীদ ইকরাম হোসেন কাউছারের পিতা মাওলানা আনোয়ার হোসেন,পরশুরাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো মহি উদ্দিন।
শহীদ কাউসারের গর্বিত পিতা আনোয়ার হোসেন তাঁর বক্তব্যে বলেন,ফ্যাসিবাদ উৎখাতের জন্য প্রায় ১৬শ ছাত্রজনতা জীবন দিয়েছে। প্রিয় সন্তান হারিয়ে তাদের পরিবারগুলোর অসহায় হয়ে পড়েছে। তিনি অন্তবর্তী সরকারের কাছে প্রত্যেক শহীদ পরিবারকে পুনর্বাসন,মাসিক ভাতা ও শহীদ পরিবার থেকে একজনকে চাকরি প্রদানের দাবি জানান।
স্মরণ সভায় জুলাই ও আগস্টের গণঅভ্যুত্থানে ফেনীতে সন্ত্রাসীদের গুলিতে আহত আবু হানিফ হেলাল, ইয়াকুব শরীফ,সৈয়দ মাহমুদ হাসান, ছাদেক হোসেন রিয়াদ,মহিউদ্দিন শাওন,আবু সুফিয়ান তায়েফ,আলাউদ্দিন ইসলাম,মো আহসান উল্লাহ মজুমদার, সাজ্জাদ হোসাইন, আব্দুল্লাহ মনোয়ার সিফাতের পিতা রফিকুল ইসলাম ভূঁইয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীর আলম, তারেক হোসেন বক্তব্য রাখেন।
মতামত দিন