ফেনী জেলা

পরশুরামে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি কাপড় জব্দ করেছে সেনাবাহিনী

পরশুরাম: পরশুরামে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে পৌর এলাকার কালাপোল থেকে একটি পিকআপসহ ভারতীয় শাড়ি উদ্ধার ও চালককে আটক করা হয়। জব্দকৃত শাড়ি-কাপড়গুলোর মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। 

সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরশুরাম উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন কামরুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা রাত ৩ টার দিকে পরশুরাম-ছাগলনাইয়া সড়কের কালাপোলে অভিযান চালান। এসময় চোরাচালানের মাধ্যমে ভারত থেকে নরনীয়া সীমান্ত দিয়ে শাড়ি, কাপড়, থ্রী পিস ও ওড়না ভর্তি একটি পিকআপ (ঢাকা মেট্রো-ঠ ১৩০৫১২) আসার সময় চালকসহ গাড়িটি আটক করে পরশুরাম মডেল থানায় নিয়ে আসে। আটককৃত চালকের নাম চাঁন মিয়া ভুট্টু (৪৫)। তার বাড়ি ফুলগাজী উপজেলার দক্ষিণ ধর্মপুর গ্রামে।

ক্যাপ্টেন কামরুজ্জামান জানান,আটককৃত মালামাল পরশুরাম থানা পুলিশের হেফাজতে দেয়া হয়েছে।


মতামত দিন