ফেনী জেলা

পরশুরামের নিজ কালিকাপুর সীমান্তে বিজিবির হাতে সুদানী মহিলা আটক

পরশুরামের নিজ কালিকাপুর সীমান্তে সুদানী (মহিলা) নাগরিক আটক করেন
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধীনস্থ নিজকালিকাপুর বিওপির বিজিবি'র টহল সদস্যরা।  
২০ জানুয়ারী রাত ১ ঘটিকায় মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে টহলদল সীমান্ত মেইন পিলার ২১৫৯/১ এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব নিজকালিকাপুর নামক স্থানে ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় মহিলাটিকে আটক করা হয়।

আটককৃত নাগরিকের নামঃ ইসলাম (২৬), স্বামীর নামঃ মোহাম্মদ হামদ, পিতার নামঃ আব্দুর রহিম, মোবাঃ০০২৪৯৯১৩২৭৭৭১৬, ঠিকানাঃ বাড়ি নম্বর ১০৪, কার্টিম, সুদান।

আটককৃত ব্যক্তি থেকে ০১ টি মোবাইল, ১০০ ইউএস ডলার, ভারতীয় ২০ রুপি ১ টি, ১০ রুপি ০১ টি ও তার ব্যবহৃত কাপড়সহ ব্যাগ ০২ টি জব্দ করা হয়।
ফেনীস্থ ৪-বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, সীমান্তে অবৈধভাবে প্রবেশকালে সুদানি এক নারীকে আটক করা হয়েছে।

সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মতামত দিন