ফেনী জেলা

পরশুরামে সেনাবাহিনীর অভিযানে ড্রেজার জব্দ, ১ জনের কারাদন্ড

পরশুরাম-ফুলগাজী(ফেনী) প্রতিনিধি: পরশুরামে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের অভিযানে মূহুরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে দুইটি ড্রেজার মেশিন জব্দ ও একজনকে আটক করে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক আরিফুর রহমান। 

বুধবার রাতে উপজেলার মির্জানগর ইউনিয়নের দক্ষিন কাউতলী গ্রামের মূহুরী নদীতে মেজর তাহসিনুল হকের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করেন। এসময় অবৈধ বালু উত্তোলন করায় নদী থেকে দুইটি ড্রেজার মেশিন জব্দ  ও বালু তোলার কাজে জড়িত শহিদ উল্লাহ (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক শহিদ উল্লাহ চম্পকনগর গ্রামের মোঃ ওবায়দুল্লাহর ছেলে। 

জব্দকৃত ড্রেজার মেশিনগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যান বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। আটক ওই ব্যক্তিকে পরশুরাম মডেল থানায় সোপর্দ করা হয়েছে। 

বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান আটক মোহাম্মদ শহীদুল্লাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, অবৈধ বালু তোলার অভিযোগে একজনকে সাজা দেয়া হয়েছে,তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

মতামত দিন