ফেনী জেলা

পরশুরাম কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল

পরশুরাম (ফেনী) থেকে: 
পরশুরামে বিআরডিবি’র অধিভুক্ত উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে ৩জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে সোমবার(২০) জানুয়ারি দুপুরে বিআরডিবি কার্যালয়ে উপজেলা সমবায় অফিসের সহকারি পরিদর্শক সোহেল চৌধুরীর নিকট সভাপতি পদে জেলা ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক আবু তালেব রিপন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান মজুমদার ও মো মহিউদ্দিন মনোনয়ন পত্র জমা দেন।
সভাপতি প্রার্থী আবু তালেব রিপনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পরশুরাম উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলি মনি ,পৌর বিএনপির আহবায়ক কাজী ইউসুফ মাহফুজ ,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন সাবি, পৌর বিএনপি যুগ্ন আহবায়ক সিরাজুল হক,উপজেলা তাঁতি দলের আহবায়ক সিরাজ চৌধুরী, পৌর যুবদলের আহবায়ক মোস্তফা খোকন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আবুল খায়ের লিটন পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম মজুমদার, সদস্য সচিব আবুল কালাম, পৌর যুবদল যুগ্ন আহবায়ক আদিল মজুমদার, পৗর যুবদলের যুগ্ন আহবায়ক শিহরণ চৌধুরী, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রেজাউদ্দিন রুবেল,উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক শামীম ভূঁইয়া সুমন, পৌর ছাত্রদলের সদস্য সচিব নাজিমউদ্দিন, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আজগর বাবলু, মেহেদী হাসানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া নির্বাচনে সহ সভাপতি পদে মো হোসেন,সদস্য পদে শফিকুল আলম ফারুকী মজুমদার,রাম কৃঞ্চনাথ,মোহাম্মদ ফারুক, জাহান আরা আক্তার, কাজী মমতাজ ও বিউটি আক্তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
বিআরডিবি কার্যালয় সূত্র জানায়, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে আগামী ১২  ফেব্রুয়ারী গ্রহণ অনুষ্ঠিত হবে। নিবন্ধনকৃত সমিতির ৬৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ইয়াছিন আরাফাত বলেন, ৩ বছরের জন্য ১২ সদস্যের নির্বাচিত কমিটি দায়িত্ব পালন করবেন। এর আগে ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারী উক্ত সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।

মতামত দিন