পরশুরাম পৌরসভার বাউরপাথর সড়কের বেহাল দশা
পরশুরাম প্রতিনিধ ঃ ফেনীর পরশুরামে পৌরসভার ২নং ওয়ার্ডের সড়কের বেহাল অবস্থা। গত১৫ বছর আওয়ামী লীগ হাজারো উন্নয়নের গান বাজনা বাজলেও পরশুরাম পৌরসভার ২নং ওয়ার্ডের উন্নয়নের ছোঁয়া পড়েনি । বিগত সময়ে রাস্তাগুলো পূর্ন মেরামত না করায় রাস্তার ৮০% অংশ যান চলাচলের অনুপযোগী হয়ে গেছে।বিকল্প রাস্তা না থাকায় এলাকার বাসী নিরুপায় হয়ে চলাচল করতে হচ্ছে।বেশিরভাগ রাস্তার ফাইন কোড় উঠে যাওয়ার রাস্তার মধ্যে বড় বড় গর্ত হয়ে আছে। এতে করে ব্যাপক ক্ষতিগ্রস্থ হচ্ছে চলাচলে চরম দূর্ভোগ পোহাচ্ছে পরশুরাম পৌরসভার ২নং ওয়ার্ডের হাজার হাজার মানুষ।
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। বিশেষ করে বর্ষাকালে তাদের দুর্ভোগ চরমে পৌঁছায়। বর্তমানে রাস্তার বেশির ভাগ স্থানেই ইট না থাকায় বড় বড় গর্তের হয়ে গেছে । যার কারণে স্কুল ছাত্র ছাত্রী আসা যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তার পিচ উঠে গিয়ে ছোট বড় উচু নিচু খানা-খন্দে ভরপুর হয়ে গেছে পৌরসভার ২নং ওয়ার্ডের মূল সড়কটি। ২নং ওয়ার্ডস্থ বাউর পাথর গ্রামের প্রধান সড়কটি দিয়ে প্রায়৫/৬ গ্রামের মানুষদের প্রতিনিয়তই চলাচল করতে হয়। চলাচলের জন্য এই রাস্তাটি একমাত্র পথ হওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিয়ে চলাচল করতে হচ্ছে গ্রামের সকল মানুষের। ৫ আগষ্টের ভয়াবহ বন্যার কারণে ভাঙ্গা সড়কটি আরো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়।
সরে জমিনে ঘুরে দেখা যায়, বাউর পাথর গ্রামটির তিন পার্শ্বে ভারত সীমান্ত হওয়ায় শুধুমাত্র পশ্চিম পাশ্বে প্রধান সড়ক দিয়ে যাতায়ত করতে হয়। পরশুরাম থেকে বাউর পাথর উত্তর পাড়া পযর্ন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কের বেহাল দশার কারণে চরম ভোগান্তির শিকার হতে হয় গ্রামবাসীর। বাউর পাথর গ্রামটি ৫টি অংশের সকল লোকের একমাত্র চলাচলের জন্য দুবলাচাঁদ রাস্তার মাথা থেকে বাউর পাথর উত্তর পাড়া হয়ে তালুক পাড়ার রাস্তা পর্যন্ত সড়কটি দিয়ে প্রায় চার হাজার লোকের চলাচল। রাস্তার বেহাল দশার কারণে স্কুল মাদ্রাসা পড়ুয়া ছাত্র-ছাত্রীর যাতায়ত এবং বৃদ্ধা ও রোগীদের যাতায়তে মারাত্মক ভাবে ব্যাহত হয়।
স্থানীয় এক বৃদ্ধা নছির আহম্মদ বলেন, ইতিপূর্বে সারাদেশে উন্নয়নে নামে গন্ধ পাওয়া গেলেও পরশুরাম পৌরসভার বাউর পাথর এলাকার সড়কের কোনো কাজ হয়নি।
এলাকাবাসীর অভিযোগ, পৌরসভার অর্ন্তভূক্ত একটি ওয়ার্ডের প্রধান সড়ক দীর্ঘদিন যাবৎ কোন মেরামতের কাজ হচ্ছে না। বিগত সরকারের এমপি ও পৌর মেয়র কয়েরবার সড়কটি পরিদর্শন করে এবং সড়কটি পুণরায় সংস্কার করার প্রতিশ্রুতি প্রদান করলেও আজ পযর্ন্ত ভাগ্যের পরিবর্তন হয়নি বাউর পাথরবাসীর।
স্থানীয় বাসিন্দারা বলেন এই শুকনা মৌসুমে মাটি খেকোদের মাটিকাটা গাড়ি চলাচলের কারণে সড়কটি মারাত্মক ভাবে ক্ষতির সম্মুখিন হচ্ছে। গ্রামের তিন দিকে ভারত চোরাকারবারিদের চোরাচালান ব্যবসার কারণে গত সরকারের আমলে সারা রাত মালবাহী গাড়ি চলছে।
সাধারণ জনতা ও বিগত সরকারের প্রভাবশালীদের মাটি ব্যবসায় সংশ্লিষ্ট থাকায় এলাকাবাসী নিঃচুপ থাকতেন কেউ কিছু বলার সাহস করতেন না। কথা বললে সমস্যায় পড়তে হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন অটো চালক কাকে কি বলবো কার কাছে গিয়ে অভিযোগ করব আমি একটি নতুন অটো রিক্সা নিয়েছি কিছুদিন হলো মাত্র, রাস্তা খারাপ হওয়ার কারণে আমার অটোটি ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হয়। দুঃখের বিষয় হল আমার গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে এই ক্ষতি সাধন করতে আমার প্রায় পাঁচ থেকে ছয় হাজার টাকা প্রয়োজন এখন। ।
এ বিষয়ে পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমান জানান, আমি আসার পর যতগুলো রাস্তার মেরামত করার জন্য দরখাস্ত পেয়েছি । সবগুলো রাস্তা মেরামত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি আরো বলেন যে সমস্ত রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলো দ্রুত সময় মেরামত করার চেষ্টা করব।
মতামত দিন