পরশুরাম পৌরসভার ২নং ওয়ার্ডের ৫ কি:মি সড়কের বেহাল দশা; দূর্ভোগে হাজারো পরিবার
বিগত দুই দশক সময়েও সংস্কার না করায় খানা-খন্দে ভরে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়ে চলাচলে চরম দূর্ভোগ পোহাচ্ছে পরশুরাম পৌরসভার ২নং ওয়ার্ডের কয়েক গ্রামের হাজারো পরিবার। দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। বিশেষ করে বর্ষাকালে তাদের দুর্ভোগ চরমে পেঁছায়। বর্তমানে রাস্তার বেশির ভাগ স্থানেই ইট না থাকায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যার কারণে বিদ্যালয়ে আসা শিক্ষক-শিক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তার পিচ উঠে গিয়ে ছোট বড় উচু নিচু খানা-খন্দে ভরপুর হয়ে গেছে পৌরসভার ২নং ওয়ার্ডের প্রধান সড়কটি। ২নং ওয়ার্ডস্থ বাউর পাথর গ্রামের প্রদান সড়কটি দিয়ে প্রায় ৪-৫ গ্রামের মানুষদের প্রতিনিয়তই চলাচল করতে হয়। চলাচলের জন্য এই রাস্তাটি একমাত্র পথ হওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিয়ে চলাচল করতে হচ্ছে গ্রামের সকল মানুষের। বিগত আগষ্টের ভয়াবহ বন্যার কারণে ভাঙ্গা সড়কটি আরো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়।
সরেজমিনে দেখা যায়, বাউর পাথর গ্রামটির তিন পার্শ্বে ভারত সীমান্ত হওয়ায় শুধুমাত্র পশ্চিম পাশ্বে প্রধান সড়ক দিয়ে যাতায়ত করতে হয়। পরশুরাম থেকে বাউল পাথর উত্তর পাড়া পযর্ন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কের বেহাল দশার কারণে চরম ভোগান্তির শিকার হতে হয় গ্রামবাসীর। বাউর পাথর গ্রামটি ৫টি অংশের সকল লোকের একমাত্র চলাচলের জন্য দুবলাচাঁদ রাস্তার মাথা থেকে বাউর পাথর উত্তর পাড়া হয়ে তালুক পাড়ার রাস্তা পর্যন্ত সড়কটি দিয়ে প্রায় চার হাজার লোকের চলাচল। রাস্তার বেহাল দশার কারণে স্কুল মাদ্রাসা পড়ুয়া ছাত্র-ছাত্রীর যাতায়ত এবং বৃদ্ধা ও রোগীদের যাতায়তে মারাত্মক ভাবে ব্যহত হয়।
স্থানীয়দের অভিযোগ, পৌরসভার অর্ন্তভূক্ত একটি ওয়ার্ডের প্রধান সড়ক দীর্ঘদিন যাবৎ কোন মেরামতের কাজ হচ্ছে না। বিগত সরকারের এমপি ও পৌর মেয়র কয়েরবার সড়কটি পরিদর্শন করে এবং সড়কটি পুণরায় সংস্কার করার প্রতিশ্রুতি প্রদান করলেও অধ্যবদী পযর্ন্ত ভাগ্যের পরিবর্তন হয়নি বাউর পাথরবাসীর।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি বলেন, শুকনা মৌসুম হওয়াতে মাটি খেকুদের মাটিবর্তী গাড়ি চলাচলের কারণে সড়কটি মারাত্মক ভাবে ক্ষতির সম্মুখিন হচ্ছে। বিগত সরকারের কিছু প্রভাবশালী ব্যক্তিদের মাটি ব্যাবসায় সংশ্লিষ্ট থাকায় এলাকাবাসী নিঃচুপ থাকতেন কেউ কিছু বলার সাহস করতেন না।
স্থানীয় এক বৃদ্ধা নছির আহম্মদ বলেন, ইতিপূর্বে যতবার সড়কের কাজ হয়েছে সঠিক ভাবে কাজ হয়নি, নামে মাত্র কাজ করে সামান্য পিচ ডালাই দিয়ে কাজ সম্পন্ন করেছে, আমরা গ্রামবাসী চাই আগামীতে সড়কটির যেন ভাল ভাবে সংস্কার করা হয়, যাতে কোন প্রকার অনিয়োম বা দুর্ণিতি না হয়।
অটো চালক মোঃ মোস্তফা বলেন, অনেক কষ্ট করে গাড়ি নিয়ে যেতে হয়। যাত্রী নিয়ে যাওয়া অনেকটা কষ্ট সাদ্য ও ঝুকির্পূণ। বর্তমানে রাস্তার যে বেহাল দশা দ্রুত সংস্কার করা না হলে গাড়ি চলাচলের অযোগ্য হয়ে পরবে। দ্রুত রাস্তাটি সংস্কার করার জন্য উদ্ধর্তন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
মতামত দিন