ময়মনসিংহে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে পরশুরামের মিশন হেল্প ফাউন্ডেশন
ময়মনসিংহে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩০ পরিবারে খাদ্যসামগ্রী উপহার দিয়েছে পরশুরামের সেচ্ছাসেবী সংস্থা মিশন হেল্প ফাউন্ডেশন।
শুক্রবার (১৮ অক্টোবর) ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের পূর্ব বতিহালা ও রাক্ষসখালী গ্রামের পানিবন্দী ২৩০ পরিবারকে এসব খাদ্যসামগ্রী দেয়া হয়।
সুশাসনের জন্য নাগরিক- সুজন'র ময়মনসিংহ মহানগর সম্পাদক আলী ইউসুফ, স্থানীয় সেচ্ছাসেবী ও সাংবাদিকদের সহযোগিতায় দিনব্যাপী খাদ্য সামগ্রী ও ঔষধ প্রদান করেন মিশন হেল্প ফাউন্ডেশনের সভাপতি ইমাম হোসেন সজীব, পরশুরাম প্রেসক্লাবের সভাপতি ও সুজন'র উপজেলা কমিটির সম্পাদক এমএ হাসান,মিশন হেল্প ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ আবদুল কাদের,সদস্য মোঃ ইউনুস, জয়নাল আবেদীন, শহিদুল ইসলাম, এমাম হোসেন, নিজাম উদ্দিন, মহিউদ্দিন হৃদয় ও জোবায়ের হোসেন মাহিম।
সংগঠনের সভাপতি ইমাম হোসেন সজীব জানান, ২শ ৩০ পরিবারকে চাল , ডাল, তেল, পেয়াজ, আলু,চিনি,মুড়ি,খাবার স্যালাইন ও বিভিন্ন ঔষধ দেয়া হয়েছে। প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা খরচ হয়েছে।
মতামত দিন