হোম

হত্যা মামলায় তিন দিনের রিমান্ডে পুলিশ কর্মকর্তা ইফতেখার

হত্যা মামলায় গ্রেপ্তার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার ইফতেখার মাহমুদকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী আজ সোমবার এ আদেশ দেন।

এর আগে পুলিশ কর্মকর্তা ইফতেখার মাহমুদকে আদালতে হাজির করে সুমন সিকদার হত্যা মামলায় ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন ডিবির গুলশান বিভাগের পুলিশ পরিদর্শক নুরুল ইসলাম খান।


রিমান্ড আবেদনে বলা হয়েছে, গত ১৯ জুলাই উত্তর বাড্ডার ফুজি টাওয়ারের সামনে বৈষম্যবিরোধী ছাত্র–জনতার মিছিল চলছিল। ওই মিছিলে অংশগ্রহণকারী সুমন শিকদারকে গুলি করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে পুলিশ কর্মকর্তা ইফতেখার মাহমুদ জড়িত বলে জানা গেছে। রিমান্ড আবেদনে আরও উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার মধ্য বাড্ডা থেকে পুলিশ কর্মকর্তা ইফতেখার মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে। সুমন সিকদার হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের জন্য তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

মতামত দিন