
পরশুরাম প্রতিনিধি : পিআর পদ্ধতিসহ ৫দপা দাবী বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে পরশুরামে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর)বিকালে ৪ টায় পরশুরামের হাসপাতাল মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাজার পদক্ষিন করে সিএনজি স্টেশনে এসে মিছিল শেষ করেন এবং সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ আব্দুল হালিমের সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সূরা সদস্য ও পৌর জামায়াতের তত্ত্বাবধায়ক নজরুল ইসলাম।
বক্তব্য রাখেন, জেলা মজলিসে সুরাও কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ নুর মোহাম্মদ, পৌরা জামায়াতের আমির মোহাম্মদ মোস্তফা, ফেনী জজ কোর্টের এপিপি এডভোকেট ইমদাদ হোসাইনসহ জামাত ও ছাত্রশিবিরের উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ডের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়ন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড, ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও দুর্নীতির বিচারসহ ৫ দফা দাবি জানায় নেতাকর্মীরা।