
পরশুরাম প্রতিনিধিঃ পরশুরামের বক্সমাহমুদ উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজিত এসএসসি ২০২৫ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় বক্সমাহমুদ উচ্চ বিদ্যালয়ের হলরুমে অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজিত এসএসসি ২০২৫ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক এনএসআই কর্মকর্তা আবু তৈয়্যব মজুমদার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পরশুরাম উপজেলা বিএনপির সদস্য সচিব ও বক্সমাহমুদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল মনি, বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
পারভীন আক্তার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি আব্দুল হামিদ মামুন, সহ-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন চৌধুরী মিনার, প্রাক্তন ছাত্র মোঃ ফারুক, আলী মর্তুজা পারভেজ, অভিভাবক সদস্য এমরান হোসেন।
অ্যালামনাই এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি পীযূষ কান্তি সেন চৌধুরী এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও ও অভিভাবকগণ।
অ্যালামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও নগদ ৬ হাজার টাকা সম্মাননা প্রদান করা হয়।