
খাগড়াছড়ি পার্বত্য জেলায় এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষনের প্রতিবাদ ও অভিযুক্তদের গ্রেফতার করে শাস্তির দাবিতে খাগড়াছড়ি পার্বত্য জেলায় ২৮ সেপ্টেম্বর থেকে জুম্ম ছাত্র-জনতার ডাকা অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ চলছে।
এমন বাস্তবতায় অপ্রীতিকর ঝামেলা এড়াতে গুইমারা উপজেলা প্রশাসন ২৭ সেপ্টম্বর বিকাল তিনটা থেকে অনির্দিষ্ট সময়ের জন্য ১৪৪ জরুরি ধারা জারি করেছে। কিন্তু, কারফিউ উপেক্ষা করে আজ রোববার সকাল ১১টায় গুইমারা উপজেলার খাদ্য গুদামের সামনে অবরোধকারীরা রাস্তায় জড়ো হয়ে টায়ার জালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে।
ঘটনা শুনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে হাজির হলে অবরোধকারীদের পক্ষ থেকে ইট-পাটকেল ছুঁড়ে গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দোকছড়ি জোন উপ-অধিনায়ক মেজর মো. মাজহার হোসেন রাব্বানীসহ বাংলাদেশ সেনাবাহিনীর ১১ সদস্যকে আহত করা হয়।
এ সময় দায়িত্বরত সাংবাদিকের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে বিজয় টিভির জেলা প্রতিনিধি এম সাইফুর রহমান গুরুতর আহত হন। সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
বর্তমাণে খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।