
ছাগল নাইয়া, প্রতিনিধি: জেলা প্রশাসন ফেনী এর ০৩ বছর মেয়াদী কর্ম পরিকল্পনার অংশ হিসেবে ছাগলনাইয়া উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ হাজার ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
বৃক্ষ লাগাই ভূরি ভূরি, তপ্ত বায়ু শীতল করি, ফলবৃক্ষ করব চাষ, কাটবো না আর একটি গাছ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার দুপুরে উপজেলা প্রশাসন প্রাঙ্গণে আয়োজিত চারা গাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সুবল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির ছিলেন, অতিরিক্ত অতিরিক্ত জেলা প্রশাসক রোমেন শর্মা, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বশর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও রাধানগর ইউনিয়ন প্রশাসক মোমেনা বেগম, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ তৌহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাফকাত রিয়াদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা ।
প্রতিটি শিক্ষার্থী নিজ হাতে একটি করে ফলজ বা ঔষধি গাছের চারা গ্রহণ করে তা নিজের বাড়িতে ও শিক্ষাপ্রতিষ্ঠানে রোপণের প্রতিশ্রুতি দেয়।