
পরশুরাম প্রতিনিধি:
রাজধানী ঢাকার মতিঝিলের দিলকুশায় বিদ্যুৎস্পর্শে অলিউর রহমান (২১) নামের এক ইন্টারনেট সংযোগকারী কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সহকর্মী সুমন মিয়া জানান, অলিউর রহমান ইউটার্ন নামক একটি প্রতিষ্ঠানে ইন্টারনেট সংযোগকারী হিসেবে কর্মরত ছিলেন। দুপুরে দিলকুশায় বৈদ্যুতিক খুঁটিতে মই দিয়ে উঠে সংযোগের কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন।
পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে বিকেল পৌনে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।