
পরশুরাম প্রতিনিধি:
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসা হল রুমে অভিভাবক সমাবেক অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের সুশিক্ষায় পাঠদানের লক্ষে ফেনীর পরশুরামের খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা আব্দুল জলিলের সভাপতিত্বে ও মাদ্রাসার নূরানী শিক্ষক মাওলানা আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরশুরাম মডেল থানার অফিসার্স ইনচার্জ ওসি নূরুল হাকিম। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল কাদের মিনার। বিশেষ অতিথি ছিলেন দেবপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল হালিম, প্রমুখ
মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল কাদের মিনার বলেন এই মাদ্রাসার শিক্ষার মান অত্যন্ত ভালো। পরশুরাম উপজেলায় সবচেয়ে ভালো রেজাল্ট এর তালিকায় এই মাদ্রাসার নাম রয়েছে। আমরা আগামীতে আরো ভালো করার লক্ষ্যে সকল অভিভাবকরা শিক্ষার্থীদের পড়াশুনায় আরো মনোযোগী করে তুলতে হবে। এছাড়াও তিনি আরো বলেন মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নে সকল অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।
এসময় উক্ত অভিভাবক সমাবেশে শিক্ষক-শিক্ষিকা মাদ্রাসার ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।