
সোনাগাজী মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেছে উপজেলা প্রশাসন। সোমবার সকালে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় যোগ দিলে তাকে ইউএনও রিগ্যান চাকমার নেতৃত্বে কর্মকর্তাগণ শুভেচ্ছা জানান।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.তৌহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. মনির হোসেন খান, উপজেলা কৃষি সস্প্রসারণ কর্মকর্তা আল আমিন শেখ, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামছুদ্দিন খোকন চেয়ারম্যান, সোনাগাজী বাজার বণিক সমিতির সভাপতি মো. নুরনবী, পৌরসভার সাবেক কাউন্সিলর আবদুল মান্নানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ওসি সাইফুল ইসলাম এসময় সকল কে ধন্যবাদ জানিয়ে দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা কামনা করেন।