মুসলিমদের পবিত্র ওমরাহ সফরকে আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করতে নতুন আর কঠোর নিয়ম চালু করেছে সৌদি আরব।

শুক্রবার (৩ অক্টোবর) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এখন থেকে ভিসা আবেদন থেকে শুরু করে হোটেল বুকিং ও পরিবহন ব্যবস্থাসহ পুরো প্রক্রিয়াটিই সরকারি প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করতে হবে। ফলে ভ্রমণকারীরা এজেন্টের উপর নির্ভরশীলতা কমাতে পারলেও, পর্যটক ভিসায় ওমরাহ পালনের সুযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। ওমরাহ করতে ইচ্ছুক মুসল্লিদের জন্য সবচেয়ে বড় পরিবর্তনটি হলো ভিসার সঙ্গে আবাসন বুকিংয়ের বাধ্যবাধকতা।
ভিসা আবেদনের সময় হোটেল বুকিং নিশ্চিত: এখন থেকে ওমরাহ ভিসার জন্য আবেদন করার সময়ই হোটেল বুকিং নিশ্চিত করতে হবে। অনুমোদিত হোটেলগুলো ‘মাসার সিস্টেম বা ‘নুসুক অ্যাপের’ মাধ্যমে বেছে নিতে হবে। আরব আমিরাত ভিত্তিক আসা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী কায়সার মাহমুদ জানান, হোটেল ও পরিবহন ব্যবস্থা সৌদি আরবের ‘মাসার’ ব্যবস্থার সঙ্গে সংযুক্ত এবং শুধু অনুমোদিত পরিষেবাগুলোই ব্যবহার করা যাবে।
যদি কোনো মুসল্লি পরিবার বা আত্মীয়ের বাসায় থাকতে চান, তবে হোস্টের ইউনিফাইড সৌদি আইডি (Unified Saudi ID) ভিসার সঙ্গে যুক্ত করা বাধ্যতামূলক। সফরের সময় বা তারিখ পরিবর্তন হলেও একই আইডি সিস্টেমে হালনাগাদ করতে হবে। এখন থেকে পর্যটক ভিসায় ওমরাহ পালন করা যাবে না। যারা এই চেষ্টা করবেন, তাদের থামিয়ে দেওয়া হতে পারে এবং মদিনার রিয়াজুল জান্নাতে প্রবেশও বন্ধ থাকতে পারে।
সকল হজযাত্রীদের অবশ্যই নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ডেডিকেটেড ওমরাহ ভিসার জন্য আবেদন করতে হবে। এই ভিসা হয় ই-ভিসা হিসেবে, নয়তো অনুমোদিত অপারেটরদের মাধ্যমে প্যাকেজ বুকিংয়ের মাধ্যমে নিতে হবে।
নতুন নিয়মে ভ্রমণের সময়সূচি ও পরিবহনের ক্ষেত্রেও কঠোরতা আনা হয়েছে। ভিসার সঙ্গে অবশ্যই সফরসূচি (itinerary) জমা দিতে হবে, যা পরে পরিবর্তন বা স্থগিত করা যাবে না। নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে কঠোর জরিমানা দিতে হবে। যদি ফেরার যাত্রা স্থগিত করা হয়, তবে এজেন্টদের ব্যক্তি প্রতি ৭৫০ রিয়াল থেকে জরিমানা হতে পারে এবং তারা সিস্টেম ব্লকেজের সম্মুখীন হতে পারে।
ওমরাহযাত্রীদের রাস্তায় থাকা সাধারণ ট্যাক্সি বা ব্যক্তিগত গাড়ি নেওয়া যাবে না। শুধুমাত্র নুসুক অ্যাপের মাধ্যমে অনুমোদিত ট্যাক্সি, বাস বা ট্রেন ব্যবহার করতে হবে। আগমনের পর বিমানবন্দর কর্তৃপক্ষ নুসুক বা মাসার সিস্টেমে থাকা হোটেল ও পরিবহন বুকিং যাচাই করবে। কোনো কিছু অনুপস্থিত থাকলে জরিমানা বা ভ্রমণে বাধা দেওয়া হতে পারে।
হারামাইন এক্সপ্রেস ট্রেন রাত ৯টার পর আর চলে না। তাই এই সময়ের পর পৌঁছালে আগে থেকেই অনুমোদিত পরিবহন বুক করতে হবে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা বা শেনজেন দেশগুলোর ভিসাধারীরা শর্তসাপেক্ষে ভিসা অন অ্যারাইভাল সুবিধা পাবেন। তবে এর জন্য শর্ত হলো, আগে এসব দেশে অন্তত একবার ভ্রমণ করতে হবে এবং ভিসার মেয়াদ কমপক্ষে এক বছর থাকতে হবে।
