
ফেনীতে চিত্র সংবাদকর্মী হিসেবে কর্মরত ফয়সাল গুরুতর অ-সুস্থ হয়ে জীবন-মৃ-ত্যুর সঙ্গে লড়াই করছেন। অভাব-অনটনের সংসারে একমাত্র উপার্জনক্ষম এই যুবকের ম-স্তিষ্কে ব্রেনের বেশকিছু নার্ভ ব্ল’ক হয়ে গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত অপারেশন জরুরি, যার জন্য প্রয়োজন ৭ থেকে ৮ লাখ টাকা।
কিন্তু অসহায় পরিবারের পক্ষে এই বিপুল অর্থ জোগাড় করা সম্ভব নয়। তাই ফয়সালের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
ফয়সালের পরিবার জানিয়েছে, সবার সামান্য সহযোগিতায়ই তিনি ফিরে আসতে পারেন স্বাভাবিক জীবনে। সহযোগিতা করতে যোগাযোগ ফয়সালের বিকাশ/নগদ পারসোনাল নম্বরে: 01866-741518/ ইসলামী ব্যাংক একাউন্ট নাম্বার : A/C Number: 20501220210574900