
এবারের ৪৮তম বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত পরশুরামের কৃতি সন্তান ডা: মাহফুজা সুলতানা মজুমদার মানুষের কল্যাণে স্বাস্থসেবায় কাজ করতে চান।
মাহফুজা সুলতানা মজুমদারের বাড়ি পরশুরাম পৌরসভার বাউরখুমা গ্রাম। তার বাবা জাহাঙ্গীর মজুমদার ফুলগাজীর নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তার স্ত্রী সাজেদা আছমা বানু বাউরখুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। মাহফুজা জাহাঙ্গীর ও সাজেদা বানু দম্পত্তির দ্বিতীয় মেয়ে।
মাহফুজা মজুমদার পরশুরাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ থেকে ২০১১ সালে এসএসসি, ২০১৩ সালে ঢাকার হামদর্দ পাবলিক কলেজ থেকে এইচএসসিতে জিপিএ ৫ পেয়ে পাশ করেন। ২০১৮ সালে গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ থেকে কৃতিত্বের সাথে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। ২০২৫ সালে অনুষ্ঠিত বিশেষ বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে উত্তীর্ণ হন মাহফুজা।
এন্ডোক্রিনোলজি ও মেটাবলিজম বিশেষজ্ঞ ডাঃ মাহফুজা জানান, ২০১৯-২০ সালে ইন্টার্নি করার সময় প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছাকাছি গিয়েছি।মানুষের দুঃখ দুর্দশা দেখার সুযোগ হয়েছে। আমাদের দেশে অধিকাংশ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। যেহেতু ডায়াবেটিস ও হরমোন বিষয়ে অভিজ্ঞতা রয়েছে, সেজন্য মানুষের স্বাস্থ্যসেবায় কাজ করতে পারব। তিনি জানান, নিজের উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে মানুষের সেবা করতে পারলে আরো বেশি ভালো লাগবে।