
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ডুবে যাওয়া একটি বালুবাহী বলগেট উদ্ধারের চেষ্টা করতে গিয়ে দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনা ঘাট বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে সাহেবের ঘাট সেতুর নিচে ছোট ফেনী নদীতো
আহতরা হলেন- ডুবুরির সহকারী মো. রাসেল (৩৭) ও সারেং মো. সোহেল (৩৫)। স্থানীয়দের অভিযোগ, বলগেট মালিক ও সংশ্লিষ্টদের অবহেলার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। তার সংশ্লিষ্ট একজন কর্মকর্তা দাবি করেছেন, “এটি সংবাদ হওয়ার মাতা কোনো বিষয় নয়া”
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তিশা ভট্টাচার্য জানান, ‘রাতে স্থানীয়দের সহায়তায় আহত দুজনকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় আদর ঢাকায় পাঠানো হয়েছে।”
দূর্ঘটনার বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হালও কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম ফোন রিসিভ করেননি।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে পন্টুন চেইন ছিঁতে শ্রমিকদের ওপর আঘাত লেগে দুর্ঘটনা ঘাট। আহতদের চিকিৎসা ও দুর্ঘটনার কারণ তদন্ত চলছে।