ফেনীর বিভিন্ন সীমান্তে কোটি টাকার ভারতীয় শাড়ী, পোশাক ও গরু জব্দ করেছে বিজিবি
ফেনী সীমান্তে অভিযান চালিয়ে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় শাড়ি, তৈরি পোশাক ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৪ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এই অভিযান চালায়।
শনিবার (২৫ অক্টোবর) সকালে ফেনী বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানানো হয়।
বিজিবি জানায়, ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলা এবং চট্টগ্রামের জোরারগঞ্জ সীমান্ত এলাকায় একাধিক তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, তৈরি পোশাক ও গরু জব্দ করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ ৫ হাজার ১২৫ টাকা।
বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন বলেন, ‘বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জাতীয় সম্পদ সুরক্ষায় নিরলসভাবে কাজ করছে।’ তিনি আরও জানান, ফেনী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ১২০ কিলোমিটার সীমান্ত এলাকায় অধীনস্থ ১৭টি বিওপি চোরাচালান দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে।
বিজিবির তথ্যানুসারে, ২০২৪ সালে উত্তর-পূর্ব রিজিয়নের অধীন বিভিন্ন ইউনিটের অভিযানে মোট ৭৫৪ কোটি টাকার চোরাচালান পণ্য ও ৪২৪ জন আসামি আটক করা হয়।
চলতি বছর (২০২৫) জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত অভিযান চালিয়ে আরও ৭০৯ কোটি টাকার পণ্য ও ৩৭০ জন আসামি আটক করেছে বিজিবি।
এছাড়া, চলতি বছরে সরাইল রিজিয়নের অভিযানে ৭৮ হাজারের বেশি বোতল মদ, প্রায় ২৫ হাজার বোতল ফেনসিডিল, ২ লাখ ৮০ হাজারের বেশি ইয়াবা, ৯ হাজার বিয়ার ক্যান এবং ১৪ টনের বেশি গাঁজা জব্দ করা হয়েছে। এসব অভিযানে জড়িত একাধিক চোরাচালানকারীকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি অবৈধ অস্ত্র ও গুলি পাচার প্রতিরোধেও তারা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। ২০২৫ সালে এখন পর্যন্ত বিভিন্ন অভিযানে ৯টি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে
