
ফেনী সরকারি কলেজ গলির পুকুরপাড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফেনী পৌরসভার ক্লিনার সুজন (৩৫) নিহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে।
নিহত সুজন ফেনী পৌর এলাকার বিরিঞ্চি বড়বাড়ির আবুল কাশেমের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ভোরে সুজন তার বন্ধু বাদশাকে সঙ্গে নিয়ে কলেজ গলির পুকুরপাড়ে যান। কিছুক্ষণ পর সেখানে টয়লেটের পাশে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তার ছোট ভাই। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভগ্নিপতি লিটন জানান, সুজনের শরীরে বিদ্যুতের চিহ্ন থাকলেও ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও নানা জল্পনা দেখা দিয়েছে।
সুজনের পিতা জানান, তার স্ত্রী ও এক সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই তারা আলাদা সংসারে বসবাস করছিলেন।
ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
