
ফেনী প্রতিনিধি:
ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জাকির উদ্দিনের হাত কেটে নেওয়ার হুমকি দিয়ে শারীরিকভাবে লাঞ্চিত করেছেন জেলা বিএনপির সদস্য ও ঠিকাদার কামরুল হাসান মাসুদ। সোমবার (২৭ অক্টোবর) রাতে পৌরসভা কার্যালয়ে প্রকৌশলীর নিজ কক্ষে প্রকাশ্যে এ ঘটনা ঘটে। এতে জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পৌরসভার পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
পৌরসভা সূত্রে জানা যায়, সম্প্রতি ফেনী পৌরসভায় বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় ২৯ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ পায় রাজধানীর ঠিকাদারি প্রতিষ্ঠান পিডিএল। সোমবার সন্ধ্যায় ওই প্রতিষ্ঠানের সঙ্গে পৌরসভার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মো. জাকির উদ্দিন। এসময় জেলা বিএনপির সদস্য ও ঠিকাদার কামরুল হাসান মাসুদ সেখানে ঢুকে প্রকৌশলীর সঙ্গে বাকবিতণ্ডা শুরু করেন।
সাক্ষীরা জানান, মাসুদ প্রকৌশলীকে বলেন— “পিডিএলের সঙ্গে কোনো চুক্তি করা যাবে না। চুক্তিতে সই করলে তোমার হাত কেটে ফেলব।” এরপর তিনি টেবিলের ওপর থাকা ল্যাপটপ ও ফাইল ছুঁড়ে মারেন এবং প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্চিত করেন। খবর পেয়ে পুলিশ পৌরসভায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিন বলেন, “বিশ্বব্যাংকের কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা কাজ করছি। কিন্তু ওই ঠিকাদার মাসুদ আমাদের কাজে বাধা দিচ্ছেন। পিডিএলের সঙ্গে চুক্তি সইয়ের সময় তিনি আমার অফিসে ঢুকে আমাকে লাঞ্চিত করেন এবং হাত কেটে নেওয়ার হুমকি দেন।”
তিনি আরও বলেন, “ফেনী পৌরসভার উন্নয়নমূলক কাজে বিশ্বব্যাংকের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এসব প্রকল্প সততা ও দক্ষতার সঙ্গে বাস্তবায়ন করতে চাই।”
অভিযুক্ত ঠিকাদার কামরুল হাসান মাসুদ অভিযোগ অস্বীকার করে বলেন, “বর্তমানে ফেনী পৌরসভায় আমার দুই কোটি টাকার কাজ চলছে। বিল উত্তোলনের সময় নির্বাহী প্রকৌশলী ঘুষ দাবি করেন। আমি দিতে রাজি না হওয়ায় তিনি বিল বন্ধ করে দিয়েছেন। এ নিয়ে বাকবিতণ্ডা হলেও কোনো হুমকি বা ল্যাপটপ ছোঁড়ার ঘটনা ঘটেনি।”
ফেনী পৌরসভার মেয়র ও প্রশাসন জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
