
ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভুঞা ইউনিয়নের উত্তর আলীপুর বাগেরহাট ছপর আলী বাড়ির কাতার প্রবাসী নাছির উদ্দীনের বাড়িতে শুক্রবার (৩১ অক্টোবর) রাতে ডাকাতির ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে ঘরে কেউ না থাকার সুযোগে অজ্ঞাত পরিচয়ের ডাকাতদল ঘরে প্রবেশ করে ৪০ ভরি স্বর্ণালঙ্কার ও মূল্যবান আসবাবপত্রসহ নগদ অর্থ নিয়ে যায়।
ঘটনার পর সকালে বিষয়টি জানতে পেরে পরিবার ও স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে
