
ফেনী প্রতিনিধি:
ফেনী সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান বিপ্লব কুমার শীল/দাসের বিরুদ্ধে হিজাব কটাক্ষ, অশালীন মন্তব্য, ব্যক্তিগত বিষয়ে অনাকাঙ্ক্ষিত প্রশ্নসহ নানা অসদাচরণের অভিযোগ এনেছে একাধিক শিক্ষার্থী। বিষয়টি সামনে আসতেই কলেজ জুড়ে তীব্র সমালোচনা ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
রবিবার (২৩ নভেম্বর) ইংরেজি বিভাগের শিক্ষার্থী ফাতেমা আয়মান রুহি একটি ফেসবুক পোস্টে জানান—টিউশন শেষে হলে ফেরার পথে ঐ শিক্ষক তাকে ডেকে হিজাব ও পোশাক নিয়ে কটু মন্তব্য করেন। পোস্টটি ভাইরাল হওয়ার পর আরও অনেক শিক্ষার্থী নিজেদের ভুক্তভোগী অভিজ্ঞতা প্রকাশ করতে থাকেন।
শিক্ষার্থীদের আনা অভিযোগ
শিক্ষার্থীদের বিভিন্ন অভিযোগে যা উঠে এসেছে—
- পরীক্ষার হলে অশালীন মন্তব্য
- নিকাব–মাস্ক টেনে খোলা
- হিজাব ও পোশাক নিয়ে কটাক্ষ
- দেহ নিয়ে অপমানজনক মন্তব্য
- বিবাহ–মাতৃত্ব নিয়ে অনুপযুক্ত প্রশ্ন
- মা–বাবাকে নিয়ে যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য
- বে-পর্দা থাকার চাপ
- আত্মীয়-স্বজনকে জড়িয়ে ‘প্রম’ ধরনের মন্তব্যসহ নানা অসদাচরণ
এতে শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
লিখিত অভিযোগ ও শিক্ষার্থীদের দাবি
২৪ নভেম্বর সকাল ১১টায় শিক্ষার্থীরা অধ্যক্ষের নিকট লিখিত অভিযোগপত্র জমা দেন। সেখানে দাবি করা হয়—
- ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত কমিটি গঠন
- তদন্তকালীন সময়ে বিপ্লব কুমার শীলকে দায়িত্ব থেকে অব্যাহতি
- অভিযোগ প্রমাণিত হলে চাকরি থেকে অপসারণ ও শাস্তিমূলক ব্যবস্থা
- ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা
অধ্যক্ষ শিক্ষার্থীদের জানান, বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করা হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
৪৮ ঘণ্টার আল্টিমেটাম
অভিযোগ জমা দেওয়ার পর শিক্ষার্থীরা ঘোষণা দেন—
“৪৮ ঘণ্টার মধ্যে দৃশ্যমান অগ্রগতি দেখাতে হবে, নইলে কঠোর আন্দোলনে নামবো।”
এ ঘোষণার পর ক্যাম্পাসে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।
বর্তমান পরিস্থিতি
ঘটনাটি সামনে আসার পর কলেজ ক্যাম্পাসসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।
শিক্ষার্থী ও অভিভাবকরা দ্রুত তদন্ত, স্বচ্ছ প্রক্রিয়ায় বিচার এবং নিরাপদ শিক্ষাঙ্গনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।