নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ফেনী শহরের শান্তি কোম্পানি সড়কের ইয়াম্মী ফুড অ্যান্ড হাজীর বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।
ভোক্তা অধিদপ্তর সূত্র জানায়, ইয়াম্মী ফুড অ্যান্ড হাজীর বেকারির বিভিন্ন পণ্য ক্রয় করে একাধিক ভোক্তা প্রতারিত হন এবং এ বিষয়ে লিখিত অভিযোগ দাখিল করেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ দুপুরে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম, জেলা নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ শামসুল আরেফিন এবং জেলা পুলিশের একটি টিম যৌথভাবে প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করে।
অভিযানে দেখা যায়—
- নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন
- স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং ও কেমিক্যাল ব্যবহার
- খবরের কাগজ দিয়ে মোড়কীকরণ
- নিম্নমানের লবণ ব্যবহার
- কেমিক্যাল মিশ্রিত রঙিন চেরিফল প্রস্তুত
- পচা ও বাসি খাবার সংরক্ষণ
- পোড়া তেল ব্যবহার
- শ্রমিকদের স্বাস্থ্য ফিটনেস সনদ না থাকা
এ সকল অপরাধ স্বীকার করায় প্রতিষ্ঠানের ম্যানেজার আবদুল্লাহ আল মামুনকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় আগামী ১০ দিনের মধ্যে সকল অনিয়ম ও ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়।
জেলা নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ শামসুল আরেফিন বলেন, “যৌথ তদারকিতে বিভিন্ন অনিয়ম পাওয়ায় সতর্ক করা হয়েছে। ১০ দিন পর আবারও ফ্যাক্টরি পরিদর্শন করা হবে।”
সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, “ভেজাল ও অনিয়ম নিয়ন্ত্রণে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট সব দপ্তরের সহযোগিতায় জেলায় নিয়মিত মনিটরিং ও অভিযান অব্যাহত রয়েছে।”