
পরশুরাম প্রতিনিধি:
পরশুরামে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণদোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (তারিখ উল্লেখযোগ্য হলে যুক্ত করা যাবে) বিকেলে পরশুরাম পাইলট হাই স্কুল মাঠে এ গণদোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী–১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আবদুল হালিম মানিক, সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, পৌর বিএনপির আহবায়ক কাজী ইউছুফ মাহফুজ এবং সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার।
পরশুরাম উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিলের সভাপতিত্বে আয়োজিত এ গণদোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ফেনী তাকিয়া জামে মসজিদের খতিব মাওলানা গোলাম লাম কিবরিয়া।
পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার বিভিন্নস্থান থেকে হাজারো মানুষের অংশগ্রহণে পাইলট হাই স্কুল মাঠে বিশাল গণজামায়েতের সৃষ্টি হয়।
গণদোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রফিকুল আলম মজনু বলেন, “আমাদের মা বেগম খালেদা জিয়া অসুস্থ। আপনারা সবাই তাঁর জন্য দোয়া করবেন। তিনি সারা বাংলাদেশের মানুষের জন্য কথা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করেন। আগামী নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন—আপনারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।”