
পরশুরাম প্রতিনিধিঃ
পরশুরামের দক্ষিণ কাউতলী এলাকায় বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী কুলসুমা আক্তার সাঞ্জু (৩০) পরশুরাম মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গত বুধবার(১৭ ডিসেম্বর) থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ কাউতলী গ্রামের প্রবাসী মো. রিপন ২০২১ সালে ওই এলাকায় ২৮ শতক জমি ক্রয় করে ঘর নির্মাণ করেন। নতুন ঘরে বসবাস শুরু করার পর থেকে রিপন মিয়ার স্ত্রী কুলসুমা আক্তার সাঞ্জুর সাথে প্রতিবেশী হোনা মিয়া (৭০), সারমিন আক্তার (৩৫), লিমা আক্তার (৩০), রিংকি আক্তার (২৮)সহ আরও ২–৩ জন অজ্ঞাত ব্যক্তি বিভিন্ন ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে প্রায় ঝগড়া-বিবাদে জড়ান এবং মানসিকভাবে নির্যাতন করছেন।
অভিযোগে আরও বলা হয়, বুধবার ভোর আনুমানিক ৬টার দিকে অভিযুক্তদের বাড়িতে তার মুরগি যাওয়াকে কেন্দ্র করে তাকে অশালীন গালিগালাজ করা হয়। প্রতিবাদ জানালে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তার বসতঘরে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় ঘরের টিনের বাউন্ডারি কেটে ভেঙে ফেলা হয়। ঘটনার ভিডিও রেকর্ড তার কাছে সংরক্ষিত রয়েছে বলে তিনি দাবি করেন।
ভুক্তভোগী জানান, ঘটনার সময় তিনি ও তার কন্যা ঘরে একা ছিলেন। হামলার ভয়ে তারা দরজা বন্ধ করে ঘরের ভেতরে অবস্থান নিতে বাধ্য হন। অভিযুক্তরা ঘর থেকে বের হলে মা-মেয়েকে হত্যা করা হবে এমন হুমকি দেয়া হয়। এতে তিনি ও তার কন্যা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে কুলসুমা আক্তার সাঞ্জু বলেন, “আমরা আইন মেনে শান্তিতে বসবাস করতে চাই। কিন্তু প্রতিবেশীদের ধারাবাহিক নির্যাতন ও হুমকির কারণে জীবন নিয়ে শঙ্কায় আছি। আমি ও আমার সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
এ ঘটনায় পরশুরাম থানায় লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। থানার পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
এদিকে ঘটনায় অভিযুক্তরা এসব অভিযোগ অস্বীকার করে বলেন,কুলসুমা আক্তার ও তার স্বামী বিভিন্ন সময়ে তাদেরকে হয়রানি করেছেন। এ বিষয়গুলো নিয়ে কয়েকবার এলাকায় সামাজিকভাবে সালিশ বিচার করা হয়েছে।