
বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাইফ উদ্দিনের পর যুব বিশ্বকাপ খেলতে জিম্বাবুয়ে গেলেন শাহরিয়ার আহমেদ। তার বাড়ি ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের সাফিয়াবাদ গ্রামে।
পরিবার সূত্র জানায়, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কবির আহমেদের ছেলে শাহরিয়ার ছোটবেলা থেকে ক্রিকেটপাগল। একপর্যায়ে ছেলেকে ফেনী ক্রিকেট একাডেমিতে ভর্তি করিয়ে দেন। ফেনী ক্রিকেট একাডেমির কোচ ও জেলা কোচ রিয়াজ উদ্দিন রবিনের হাত ধরে শাহরিয়ারের স্বপ্ন পূরনের লড়াই শুরু হয়। ফেনী জেলা অনুর্ধ ১৪ দলের শাহরিয়ারের ক্রিকেটে পথচলা শুরু হয়। ওইবছর জেলা দলে ভাল খেলে বিভাগীয় দলে সুযোগ পেয়ে সর্বোচ্চ ২৭ উইকেট লাভ করে। এরপর বিকেএসপিতে সুযোগ পেয়ে ভর্তি হয় শাহরিয়ার। ফেনী জেলা অনুর্ধ ১৪/১৬/১৮ দলে নিয়মিত খেলে এবং চট্টগ্রাম বিভাগীয় দলে সুযোগ করে নেয়।