
ফেনীর দাগনভূঞা উপজেলায় নিখোঁজ হওয়ার চারদিন পার হলেও এখনো সন্ধান মেলেনি চার বছর বয়সী শিশু আজিমুল ইসলাম আরাফের। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে তার পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে।
নিখোঁজ শিশু আরাফ দাগনভূঞা উপজেলার করমুল্যাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বিবি আয়েশার সন্তান। চারদিন ধরে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি চালানো হলেও এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, নিখোঁজের পরপরই স্থানীয়ভাবে খোঁজ শুরু করা হয় এবং বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। তবে এখন পর্যন্ত শিশুটির কোনো সন্ধান মেলেনি।
এদিকে শিশুটির সন্ধান না পাওয়ায় এলাকাজুড়ে চরম উদ্বেগ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারাও শিশুটিকে উদ্ধারে বিভিন্নভাবে সহায়তা করছেন।
পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে—যদি কোনো সহৃদয় ব্যক্তি শিশুটির অবস্থান সম্পর্কে কোথাও কোনো তথ্য পেয়ে থাকেন, তাহলে দয়া করে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।