
ফুলগাজী প্রতিনিধি :
ফুলগাজীর মুন্সীরহাট বাজার ব্যবসায়ীদের আয়োজনে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকেলে ফুলগাজী উপজেলার মুন্সীরহাট স্টেশন চত্বরে এ মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
বাজার পরিচালনা কমিটির আহ্বায়ক তাহের পাটোয়ারীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল আলম মজনু।
প্রধান অতিথির বক্তব্যে রফিকুল আলম মজনু বলেন, “সদ্য প্রয়াত আমাদের মাতৃতুল্য নেত্রী তার আপসহীন রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে আমাদের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন। বেগম খালেদা জিয়া তার কর্ম ও আদর্শের মাধ্যমে আমাদের মাঝে আজীবন বেঁচে থাকবেন।”
তিনি আরও বলেন, “আমি যখনই কারাগার থেকে মুক্ত হয়েছি, সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে ছুটে এসেছি। বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করবো। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন।”
দোয়া ও মিলাদ মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বাজার ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।