
পরশুরাম প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পরশুরামে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ফেনী ১ আসনের এমপি প্রার্থী এডভোকেট এসএম কামাল উদ্দিন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বক্সমাহমুদ ইউনিয়নের খন্ডল হাই বাজারের কালি মন্দিরে দূর্গাপূজায় মন্ডপের নিরাপত্তা ও বিভিন্ন বিষয়ে মন্দির কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে কথা বলেন। তিনি বলেন,হিন্দু – মুসলিম ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। দুর্গাপূজায় নিরাপত্তার বিষয়ে আমরা একসাথে কাজ করব।
মমতবিনিময় বিনিময় কালে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি গোপি বণিক,সহ-সভাপতি কান্তি লাল চক্রবর্তী, জেলা জামায়াতের যুব বিষয়ক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম, পরশুরাম উপজেলা আমির- মাওলানা আব্দুল হালিম,পৌর আমির মোঃ মোস্তফা, ফেনী জর্জ কোর্টের এপিপি- অ্যাডভোকেট এমদাদ হোসাইন প্রমুখ।