সিলেটের গোলাপগঞ্জে সাহিদা বেগম নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রেজাউল করিমের বিরুদ্ধে। শনিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী রেজাউল করিমের সঙ্গে স্ত্রী সাহিদা বেগমের দীর্ঘদিন থেকে পারিবারিক কলহ চলে আসছিলো। ধারণা করা হচ্ছে এর সূত্র ধরেই সাহিদাকে খুন করেছেন তার স্বামী রেজাউল।
প্রতিবেশীরা জানান, সকালে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, এরই জের ধরে সাহিদার স্বামী রেজাউল উত্তেজিত হয়ে রান্নাঘর থেকে বটি দা নিয়ে কুপিয়ে হত্যা করেন তার স্ত্রী সাহিদা বেগমকে।
এদিকে খবর পেয়ে পুলিশ অভিযান চালালে এলাকাবাসীর সহযোগিতায় রেজাউলকে গ্রেফতার করে পুলিশ। এই হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি-দা জব্দ করে পুলিশ।
এ বিষয়ে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা জানান, ঘটনার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।তিনি আরও জানান হত্যাকান্ডের কারন অনুসন্ধানে তদন্ত চলমান এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।