জুলিয়ান উড বাংলাদেশে এসেছিলেন মাত্র দিন কয়েকের জন্য। এই অল্প সময়েই টাইগার ব্যাটারদের তিনি শিখিয়েছেন পাওয়ার হিটিং। তবে এত ভালো কাজ করার পরও জুলিয়ান উডকে ৩ সপ্তাহের বেশি বা দীর্ঘমেয়াদে ধরে রাখার কোনো যুক্তি খুঁজে পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু শ্রীলঙ্কা তাকে নিয়োগ দিয়েছেন এক বছরের জন্য।

গত আগস্টে মাত্র ৩ সপ্তাহের জন্য বাংলাদেশে এসেছিলেন জুলিয়ান উড। এই অল্প কয়েক দিনের জন্য বিসিবি তাকে নিয়োগ দিয়েছিলো পাওয়া হিটিং কোচ হিসেবে। নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের আগে বাংলাদেশ দলের ক্রিকেটারদের নিয়ে নিবিড়ভাবে পাওয়ার হিটিংয়ের কাজও করেছেন তিনি।
তখন তার কাজ দেখে গুঞ্জন ওঠে, তাকে যেন লম্বা সময়ের জন্য রেখে দেওয়া হয়। এমনকি উড নিজেও বাংলাদেশে কাজ করতে আগ্রহী ছিলেন বেশ। তবে বাংলাদেশ তাকে খুব একটা গুরুত্ব না দিলেও তার ওপর শ্রীলঙ্কার নজর ছিল তখন থেকেই।
জুলিয়ান উডের থাকার ইচ্ছা ছিল, তবে বিসিবির মনে হয়েছিল যে পাওয়ার হিটিং কোচকে এত লম্বা সময়ের জন্য রাখার কোনো কারণ নেই। আর সেই সুযোগে শ্রীলঙ্কা তাকে প্রস্তাব দেয়, তিনিও তাদের প্রস্তাব লুফে নিলেন।
পাওয়ার হিটিং নিয়ে কাজ করার জন্য শ্রীলঙ্কা তাকে নিয়োগ দিয়েছে ১ বছরের জন্য। এক বিবৃতিতে লঙ্কান ক্রিকেট বোর্ড জানায়, ‘১ অক্টোবর থেকে পরবর্তী ১ বছরের জন্য জুলিয়ান উডকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। উদ্ভাবনী পাওয়ার হিটিং প্রোগ্রামের উদ্ভাবক উড আধুনিক ট্রেনিং পদ্ধতি ও বায়োমেকানিক্স কাজে লাগিয়ে ক্রিকেটারদের পাওয়ার হিটিং সামর্থ্য সর্বোচ্চ বাড়ানোর জন্য কাজ করতে জনপ্রিয়।’
এছাড়া উডের সঙ্গে ডক্টরেট ডিগ্রিধারী রেনে ফারদিনান্ডসকেও নিয়োগ দিয়েছে লঙ্কা ক্রিকেট বোর্ড। ৫৬ বছর বয়সী নিউজিল্যান্ডের সাবেক এই ক্রিকেটারের জন্ম হয়েছিল শ্রীলঙ্কায়। তবে নিউজিল্যান্ডে তিনি প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন। তাকেও নিয়োগ দেওয়া হয়েছে ১ বছরের জন্য। তিনি কাজ করবেন স্পিন কোচ হিসেবে। এছাড়া বোলিংয়ের বায়োমেকানিক্সের ওপর পিএইচডি করেছেন রেনে ফারদিনান্ডস।