
পরশুরাম প্রতিনিধি:
অদ্য ০৬/১০/২০২৫ ইং সকাল ০৮০০ ঘটিকায় বিশেষ টহল, ভারত হতে একজন লোক বাংলাদেশে আসে। তাকে চ্যালেঞ্জ করলে, হাতের ব্যাগ ফেলে দৌড়ানোর চেষ্টা করলে টহল পার্টি ধাওয়া করে তাকে হাতে-নাতে ধরে ফেলে।
উক্ত ব্যক্তি নিয়মিত বিজিবিকে ফাকি দিয়ে মাদক আনা নেওয়া করত। তার নামে পূর্বেও ১০ টি মামলা রয়েছে সে একজন কুখ্যাত চোরাকারবারি উক্ত আসামী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
আটকের সময় ০৯০০ ঘটিকা আটকের স্থান বাউরখুমা-তালুকপাড়া মাঠের মধ্যে মেইন পিলার ২১৬০/৪ এস হতে আনুঃ ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ।
আটককৃত আসামীঃ
১/নামঃ মোঃ মিজানুর রহমান (৪৫)।
পিতাঃ মৃত বজলুর রহামন।
গ্রামঃ বাউরখুমা-তালুকপাড়া।
পোঃ পরশুরাম।
থানাঃ পরশুরাম।
জেলাঃ ফেনী।
মোবাইলঃ ০১৮১২-৬৯৩৬৩৭
মালামালের বিবরনঃ
১। ভারতীয় ম্যাকডুয়েল হুইস্কি – ০৪ পিস (৩৭৫ এমএল) × ১,৫০০/- = ৬,০০০/-