
পরশুরামের কোলাপাড়ায় দীর্ঘ ২৫ বছর পরে কোলাপাড়া সানফ্লাওয়ার ক্লাবের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
পরশুরাম প্রতিনিধিঃ
শুক্রবার (১০ অক্টোবর) বিকাল ৩ টায় সানফ্লাওয়ার ক্লাব সম্মেলন ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও সানফ্লাওয়ার ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন সানফ্লাওয়ার ক্লাবের প্রতিষ্ঠাতা ক্রীড়া সম্পাদক আহছানউল্লাহ সুফল, সানফ্লাওয়ার ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য হৃদয় মজুমদার বাবু।
সানফ্লাওয়ার ক্লাবের সভাপতি জহির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সানফ্লাওয়ার ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ সিরাজুল ইসলাম মজুমদার, পূর্ব কোলাপাড়া জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক জনাব আবদুর রহিম (ধন মিয়া) ও কোষাধ্যক্ষ ইউসুফ উল্ল্যাহ চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।