
আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে ফেনীতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও খেলাফতে মজলিস। রোববার (১২ অক্টোবর) পৃথক সময়ে তিনটি সংগঠনের নেতাকর্মীরা জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারক লিপি প্রদান করেন।
দুপুরে ফেনী শহরের সালাম কমিউনিটি সেন্টার থেকে জামায়াতে ইসলামী ফেনী জেলা শাখার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে বের হয়। কেন্দ্রীয় মজলিসের সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঞা ও জেলা আমীর মুফতি আবদুল হান্নানের নেতৃত্বে বিক্ষোভ শেষে স্মারক লিপি প্রদান করা হয়। এতে জামায়াতের জেলা ও পৌর এলাকার প্রায় অর্ধহাজার নেতাকর্মী অংশ নেন।

এর আগে ইসলাম আন্দোলন বাংলাদেশের ফেনী জেলা সভাপতি গাজী এনামূল হক ও একরামুল হক ভূঞার নেতৃত্বে স্মারক লিপি জেলা প্রশাসকের কাছে দেন। পরে খেলাফতে মজলিসের জেলা সভাপতি মাওলানা মোজাফফর আহমেদ ও সেক্রেটারি মাওলানা সানাউল্লাহর নেতৃত্বে পাঁচ দফা দাবিসহ স্মারক লিপি জেলা প্রশাসক বরাবর তুলে দেওয়া হয়। জেলা প্রশাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন এসব স্মারক লিপি গ্রহণ করেন।
জামায়াতে ইসলামী ফেনী জেলা শাখার স্মারক লিপিতে উল্লেখিত পাঁচ দফা হলো :
১. আগামী ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন।
২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।
৩. আবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা।
৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
