
-ফেনী জেলা প্রতিনিধি:
জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা রোধে এখনই পদক্ষেপ এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ফেনীর ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে সড়ক নিরাপত্তা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২২ অক্টোবর) বিকেলে নিরাপদ সড়ক আন্দোলন ছাগলনাইয়া উপজেলা শাখার আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্তাসির নুহাস এবং সঞ্চালনা করেন সাজ্জাদুল হক রাফি।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা ট্রাফিক ইনচার্জ জনাব শওকত হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ জনাব আবুল বাশার, নিরাপদ সড়ক আন্দোলন ফেনী জেলা সভাপতি জিয়া উদ্দিন, উপজেলা শাখার উপদেষ্টা আবু বকর সিদ্দিক ও মিরাজ হোসেন।এছাড়া উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক আন্দোলন ছাগলনাইয়া উপজেলা শাখার সহসভাপতি মুন্তাসির নুহাস, সাধারণ সম্পাদক সাজ্জাদুল হক রাফি, সহ-সাধারণ সম্পাদক রিজওনুল ইসলাম রামিম, সাংগঠনিক সম্পাদক আহনাফ জাহিন অহসিন, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, দপ্তর সম্পাদক আহমেদ মাহমুদ, কোষাধ্যক্ষ আরাফাত ফাহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরাফাত জাহান, কার্যনির্বাহী সদস্য আবরার সাকিম, মিদারর, মো. মাহমুদ ও মো. ইফন।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশের প্রতিটি নাগরিকের সড়ক ব্যবহার সম্পর্কে সচেতন হওয়া জরুরি। বিশেষ করে তরুণ প্রজন্মকে ট্রাফিক আইন মেনে চলতে হবে এবং অপরের জীবনকে ঝুঁকিতে না ফেলে নিরাপদ চলাচলের অভ্যাস গড়ে তুলতে হবে।”তিনি আরও বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত ট্রাফিক আইন প্রয়োগ এবং সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হতে হবে।