
দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি:
ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের হীরাপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পোলট্রি ও পাখির খামার পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৭ অক্টোবর) গভীর রাতে মো. হোসেন সাজুর মালিকানাধীন ‘এমএইচ পোলট্রি ফার্মে’ এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে প্রায় এক হাজার কালার বার্ড মুরগি, দেড় হাজার কোয়েল পাখির বাচ্চা ও ২৫ বস্তা খাদ্য পুড়ে যায়। খামারের অবকাঠামোসহ মোট প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মালিক মো. হোসেন সাজু।
ভুক্তভোগী সাজু জানান,
“আমার তিনটি খামার রয়েছে, সবগুলোতেই সিসি ক্যামেরা লাগানো। রাতে ঘুমানোর আগে মোবাইল অ্যাপে ক্যামেরার ফুটেজ দেখি, তখন সব ঠিক ছিল। ভোররাতে ঘুম ভেঙে আবার ফুটেজ দেখতে গিয়ে দেখি একটি খামারের ক্যামেরা বন্ধ। সঙ্গে সঙ্গে খামারে গিয়ে দেখি আগুন জ্বলছে।”
স্থানীয় মসজিদের মাইক দিয়ে খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে পুরো খামারটি আগুনে পুড়ে যায়।
সাজুর দাবি,
“পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে আমার ফার্মে আগুন দেওয়া হয়েছে। ঋণ নিয়ে ফার্মটি গড়েছিলাম, এখন সব শেষ। আমি এর ন্যায়বিচার চাই।”