
ফেনীর উত্তরাঞ্চলের অন্যতম বিদ্যাপীঠ আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজে প্রথমবারের মতো বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে মিলাদ, দোয়া, হামদ-নাত, রচনা প্রতিযোগিসহ মোট ৬টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নেয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন (অব.) মোহাম্মদ দিদারুল আলম এবং সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক শবিরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন বার্ডের সাবেক পরিচালক মাওলানা আবদুল কাদের, মাওলানা আবদুল বারি এবং সাংবাদিক শেহাবুদ্দিন আহাম্মদ লিটন।
শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন প্রভাষক ফজলুল করিম সম্রাট ও প্রভাষক আব্দুল মালেক। কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থী এ আয়োজনে উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অধ্যক্ষ দিদারুল আলম বলেন, “ধর্মীয় ও নৈতিক শিক্ষা শিক্ষার্থীর চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” প্রধান আলোচক মাওলানা আবদুল কাদের বলেন, “মিলাদ মাহফিল তরুণ প্রজন্মকে শান্তি ও নৈতিকতার পথে পরিচালিত করে।”
শেষে দেশ-জাতি, কলেজ প্রতিষ্ঠাতা পরিবার ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।