
পরশুরাম উপজেলার নিজ কালিকাপুর সীমান্তে বিজেপি ক্যাম্পের বিপরীতে মুহুরি নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত করে ভারতীয় পক্ষের বেরিবাঁধ নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, মোছা চৌধুরীর পানির মোটরের সামনে ভারতীয় বিএসএফ নদীর ভেতর ব্লক ফেলে নদী ভরাট করছে এবং কূল ঘেঁষে বেরিবাঁধ নির্মাণের কাজ চালাচ্ছে।
এর ফলে মুহুরি নদীর গতিপথ ধীরে ধীরে ভারতের দিক থেকে বাংলাদেশের দিকে সরে আসার আশঙ্কা তৈরি হয়েছে। এতে নদী ভাঙন ও ভূমি হারানোর ঝুঁকিতে পড়বে বাংলাদেশের সীমান্ত এলাকা।
স্থানীয়রা জানায়, নদীর মাঝখানে ব্লক ফেলে কূল ঘেঁষে বেরিবাঁধ নির্মাণ করার কোনো নিয়ম নেই। বিশেষ করে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় এমন অবকাঠামো নির্মাণ আন্তর্জাতিক সীমান্ত বিধির পরিপন্থী। তাদের অভিযোগ, ভারতীয় বিএসএফ এ ধরনের নিয়ম না মেনেই নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।
নাগরিকদের আশঙ্কা, বর্ষার মৌসুম এলেই নদীর স্রোত বাংলাদেশের দিকে আঘাত হানবে। উপরের দিক থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যদি নদীর চাপ বৃদ্ধি পায়, তবে বাংলাদেশের সীমান্তবর্তী বেরিবাঁধ ভেঙে বন্যা ও ব্যাপক ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে।