বিএনপি চেয়ারপারসন এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দেশসেবায় তার ভূমিকা বৃদ্ধির জন্য আজ ফুলগাজী দক্ষিণ শ্রীপুরে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক এবং ফেনী-১ সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু। তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তার বক্তব্যে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশপ্রেমের প্রতি শ্রদ্ধা জানান।
এ অনুষ্ঠানে একটি পবিত্র কোরআন খতম এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ফুলগাজী উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের উদ্যোগে এই মাহফিল পরিচালিত হয়।
দোয়া মাহফিলের অনুষ্ঠানে ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া উপজেলার বিএনপি, অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। তারা বেগম খালেদা জিয়ার সুস্থতা, নেক হায়াত ও দেশের জন্য তার অব্যাহত ত্যাগের জন্য আল্লাহর কাছে বিশেষ দোয়া ও প্রার্থনা করেন।
আয়োজকরা একযোগভাবে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা এবং তার দেশসেবার জন্য আল্লাহর রহমত প্রার্থনা করেন।
সর্বশেষঃ
- ফুলগাজীতে বেগম খালেদা জিয়ারনিজ বাড়িতে সুস্থতা কামনায় দোয়া মাহফিল
- পরশুরামে অনুমোদনহীন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- ফেনী সরকারি কলেজের শিক্ষক বিপ্লব কুমার শীলের বিরুদ্ধে শিক্ষার্থীদের লিখিত অভিযোগ, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা
- সীমান্তে নদী ভরাট করে ভারতের বেরিবাঁধ নির্মাণ, হুমকিতে বাংলাদেশ
- আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজে প্রথমবারের মতো বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- চিথলিয়ার শালধরে গ্রাম আদালত সচেতনতা বৃদ্ধি কার্যক্রম অনুষ্ঠিত